প্রাণিসম্পদ অধিদপ্তর এর তত্ত্বাবধায়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর যৌথ উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী আয়োজিত হয়। এই মেলায় বিভিন্ন ধরণের পশু পাখি প্রদর্শন করা হয়, যেমন: গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর, এবং অন্যান্য পোষা প্রাণী। প্রদর্শনীতে খামারিরা তাদের পশুর স্টল দেন এবং দর্শনার্থীরা বিভিন্ন পশু-পাখি দেখতে ভিড় করেন।
প্রদর্শনীর লক্ষ্যঃ
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সামগ্রিক লক্ষ্য হলো প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারী ও উদ্দোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি, জনসাধারণকে উন্নত জাতের পশু ও হাঁসমুরগী প্রদর্শন করা, বিজ্ঞান ভিত্তিক লালন-পালন কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু-পাখি পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা এবং সর্বোপরি, জনসাধারণের জন্য নিরাপদ প্রাণীজ আমিষ সরবারহ নিশ্চিত করা।
প্রদর্শনীতে সাধারণত যা দেখা যায়:
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস